ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তামিমের

আদনান রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তামিমের

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২১ রান করে আউট হলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড তামিম ইকবালের দখলে।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৯ ম্যাচ খেলে ৬২৯ রান করেছেন তামিম।

এর মধ্যে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬১ বলে ৮৮ রানের ইনিংসটি তার ক্যারিয়ার সেরা। যদিও তার ক্যারিয়ার সেরা ইনিংসেও ওই ম্যাচটি জিততে পারেনি টাইগাররা।

চার-ছক্কার খেলা টি-টোয়েন্টিতে ৭ বছরের ক্যারিয়ারে কোনো শতক না পেলেও তিনটি হাফ সেঞ্চুরি করেছেন তামিম।

বাংলাদেশ জাতীয় দল ছাড়াও এশিয়া একাদশ, বাংলাদেশ এ দল, অনূর্ধ্ব ১৯ দল, বিপিএলে চিটাগং ও রাজশাহী এবং আইপিএলে পুনে ওয়ারিয়ার্স, এবং নিউজিল্যান্ডের ওয়েলিংটনের হয়ে খেলেছেন চট্টগ্রামের এই তরুণ বাঁহাতি ব্যাটসম্যান।

প্রথম ম্যাচে কম টার্গেট তাড়া করে ২১ রানে ইনিংস সমাপ্ত করলেও ঘরের মাঠে পরবর্তী ম্যাচগুলোতে ব্যাট জ্বলে উঠবে বলেই আশা করছে সমর্থকরা।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।