ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৫৪ রান দরকার জিম্বাবুয়ের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৪
৫৪ রান দরকার জিম্বাবুয়ের

সিলেট স্টেডিয়াম থেকে: ১৪১ রানের টার্গেটে খেলছে জিম্বাবুয়ে। জিততে হলে ৩৭ বলে ৫৪ রান দরকার তাদের।

এর আগে প্রথমে ব্যাটিং করে নেদারল্যান্ডস নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে।

ডাচদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাওয়ার প্লের ৬ ওভারে এক উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৩৭। ওপেনার সিকান্দার রাজা ১৩ রান করে সাজঘরে ফিরলেও মাসাকাদজা ও টেলর দলের হাল ধরেন। মাসাকাদজা সীলারের বলে বোল্ড হওয়ার আগে ৪৩ রান করেন।

এর আগে ডাচদের হয়ে সর্বোচ্চ রান করেন অপরাজিত থাকা টম কুপার (৭২)। ৯টি চার আর ১টি ছয়ে তিনি তার দ্বিতীয় অর্ধ-শতক করেন। এটি তার ইনিংস সেরা রান। বেন কুপার করেন ২০ রান।

জিম্বাবুয়ের হয়ে ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন প্রসপার উতসেয়া।

জিম্বাবুয়ে দল: ব্রেন্ডন টেলর, হ্যামিলটন মাসাকাদজা, ভুসি সিবান্দা, এলটন চিগুম্বুরা, টিমিসেন মারুমা, সিকান্দার রাজা, প্রোসপার উতসেয়া, তিনাসে পানিয়াঙ্গারা, শন উইলিয়ামস, তেন্দাই চাতারা ও নাতসাই মুস্যাঙ্গুই।

নেদারল্যান্ডস দল: পিটার বোরেন, ওয়েসলে বারোস, লোগান ভ্যান, মুদাচ্ছের বুখারি, বেন কুপার, টিম গ্রুইজতার্স, টিম ভ্যান ডার গুজতেন, স্টিফান মিবার্গ,  পিটার সীলার, মিচেল সোয়ার্ট ও টম কুপার।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘন্টা, ১৯ মার্চ ২০১৪ আপডেট:১৮০৬ ঘন্টা


**১৪১ রানের টার্গেট পেল জিম্বাবুয়ে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।