ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জন্মদিনকে স্মরণীয় করতে পারবেনতো তামিম!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৪
জন্মদিনকে স্মরণীয় করতে পারবেনতো তামিম!

ঢাকাঃ ২০ মার্চ। বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের ২৫তম জন্মদিন।

এদিন হংকংয়ের বিপক্ষে মাঠে নামবেন তিনি।

জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ঘরের মাঠে তামিমের ব্যাট জ্বলে উঠবে এমনটিই আশা করছেন দর্শকরা।   

২০০৭ সালে টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ার শুরু করা তামিম এখনো টি-টোয়েন্টিতে কোনো শতকের মুখ দেখেন নি, রয়েছে তিনটি অর্ধশতক। সর্বোচ্চ স্কোর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬১ বলে ৮৮ রান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফায়িং রাউন্ডের প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ২১ ও দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে ৩০ রান করে আউট হলেও এখনো বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান তামিমের।
 
টি-টোয়েন্টি ক্যারিয়ারে ২৯ ম্যাচ খেলে ৬২৯ রান করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তামিমের করা সর্বোচ্চ ৮৮ রানের ইনিংসের পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারেনি টাইগাররা।
 
বাংলাদেশ জাতীয় দল ছাড়াও এশিয়া একাদশ, বাংলাদেশ এ দল, অনুর্ধ্ব ১৯ দল, বিপিএলে চিটাগাং ও রাজশাহী এবং আইপিএলে পুনে ওয়ারিয়ার্স এবং নিউজিল্যান্ডের ওয়েলিংটনের হয়ে খেলেছেন চট্টগ্রামের তরুণ বামহাতি এ ব্যাটসম্যান।
 
বাংলাদেশ সময়ঃ ১২০০ ঘণ্টা,  মার্চ ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।