ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুর্বল শট বাছাইকে দায়ী করলেন ল্যানিং

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
দুর্বল শট বাছাইকে দায়ী করলেন ল্যানিং ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: শেষ অবধি চেষ্টা না করায় দল হেরেছে মনে করেন অস্ট্রেলিয়া অধিনায়ক মেজ ল্যানিং। রোববার নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হারার পর দুর্বল শট বাছাইকে দায়ী করলেন তিনি।



নিজেদের সামর্থ্য থেকে দল অনেকটা দূরে সরে গিয়েছিল মনে করেন ল্যানিং,‘এটা ঠিক ছিল না। এক কথায় আমরা আমাদের সেরাটা খেলিনি। কিন্তু এটা এমন এক ফরম্যাট যেখানে অনেক বেশি চিন্তা করার সময় নেই। আমাদের দ্রুত ম্যাচে ফেরা উচিত ছিল। আমাদের সেটা করার সামর্থ্য ছিল। ’

২২৯ রানের লক্ষ্য পাওয়ার পর নিউজিল্যান্ডকে দশটি রান দেওয়া বেশি হয়েছে মনে করেন অসি অধিনায়ক,‘আমার মনে হয় তারা শেষদিকে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। তাদের ১২০ রানের মধ্যে বেধে দিতে পারলে ভালো হতো। কিন্তু এই লক্ষ্য অতিক্রম না করার কোনো অজুহাত নেই। শুরু থেকেই আমাদের আরও ভালো খেলতে হতো, যেটা আমার করিনি। ’

কন্ডিশন নিয়ে ল্যানিং বলেন,‘আমার মনে হয় এই কন্ডিশনে মানিয়ে নিতে যথেষ্ট সময় আমারা দেইনি। কিন্তু আমি নিশ্চিত এনিয়ে ব্যাটাররা সচেতন আছে। আর পরের ম্যাচে তারা ভুলগুলো শুধরে নিবে। ’

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, ২৪ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।