ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় ভিসা পেল লাহোর লায়ন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৪
ভারতীয় ভিসা পেল লাহোর লায়ন্স

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির এই আসরে অনিশ্চিত থাকা পাকিস্তানি দল লাহোর লায়ন্স শেষ পর্যন্ত ভারতের ভিসা পেল। লায়ন্স গত মৌসুমে পাকিস্তানের ঘরোয়া টি-২০ লিগের চ্যাম্পিয়ন হয়েছিল।



আর এর ফলে সিএলটি-২০ টুর্নামেন্টের কোয়ালিফাই খেলার যোগ্যতা অর্জন করে দলটি। তবে ভারত-পাকিস্তান দু’দেশের বিবাদমান রাজনৈতিক কোন্দলের কারণে ক্লাবটির ভিসা পাওয়া নিয়ে সন্দেহ ছিল।

লায়ন্স দলের অধিনায়ক মোহাম্মদ হাফিজ। আর দলে আছে টি-২০র আদর্শ দু’জন ব্যাটসম্যান উমর আকমল ও আহমেদ শেহজাদ। আগামী ১৩ সেপ্টেম্বর মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কোয়ালিফাই ম্যাচ দিয়ে লিগ শুরু করবে দলটি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা , ৮ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।