ঢাকা: ৪৫ বছরে পা দেওয়া শেন কিথ ওয়ার্ন ১৯৬৯ সালের এই দিনে অস্ট্রেলিয়ার ফ্রেনট্রি গুলির ভিক্টেরিয়ায় জম্ম নিয়েছিলেন। অসি সাবেক এই কিংবদন্তি লেগ স্পিনারকে তার সতীর্থরা ওয়ার্নি বলে ডাকতেন।
১৯৯২ সালে ২৩ বছর বয়সে সিডনিতে ভারতের বিপক্ষে টেস্টের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ওয়ার্ন। ১৫ বছরের ক্যারিয়ারে তিনি ১৪৫ টি টেস্ট খেলেছেন। যেখানে ২৫.৪১ গড়ে ২.৬৫ ইকোনোমিতে নিয়েছেন ৭০৮টি উইকেট। পাঁচটি করে উইকেট পেয়েছেন ৩৭ বার আর ১০ উইকেট পেয়েছেন ১০ বার। আর টেস্টে ব্যাটিংয়ে নেমে সর্বোচ্চ ৯৯ নিয়ে ১২ টি অর্ধশতক সহ করেছেন ৩১৫৪ রান।
আর একদিনের ক্রিকেটে ১৯৪ টি ম্যাচে ২৫.৭৩ গড়ে ৪.২৫ ইকোনোমিতে নিয়েছেন ২৯৩ টি উইকেট।
২০০৭ সালে সেই সিডনিতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন শেন ওয়ার্ন।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৪