ঢাকা: বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ২৪৬ রান।
এরমধ্যে, অপরাজিত থেকে দ্বিতীয় দিনে খেলতে নামবেন ডেরেন ব্রাভো ৪৪ রান ও শিবনারায়ণ চন্দ্রপল ৩৪ রান।
এরআগে টস জিতে স্বাগতিকদের ব্যাটিং করতে পাঠায় বাংলাদেশ।
তবে প্রথমে বোলিং করার কোনো ফায়দা হাসিল করতে পারেনি বাংলাদেশ। প্রথম সেশনে লাঞ্চের আগ পর্যন্ত ২৬ ওভার খেলে ৬১ রানে কোনো উইকেট হারায়নি স্বাগতিকরা। বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম চারজন বোলার ব্যবহার করেও স্বাগতিকদের উদ্বোধনী জুটিতে ভাঙন ধরাতে পারেননি।
পরে অবশ্য দ্বিতীয় সেশনে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন শফিউল ইসলাম, তাইজুল ও অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম দিন শেষে বাংলাদেশ মোট বোলায় ব্যবহার করেছে ছয় জন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আউট হওয়া ক্রেইগ ব্র্যাথওয়েইট করেছেন ৬৩ রান ও অভিষিক্ত বাহাতি ব্যাটসম্যান লিও জনসন ৬৬ রান ও অ্যাডওয়ার্ডের সংগ্রহ ১৬ রান।
শনিবার সেন্ট লুসিয়ায় বজেসু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় এ খেলা।
প্রথম ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে পরাজয়ের পর টেস্ট সিরিজে হার এড়াতে হলে দ্বিতীয় টেস্টে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের জন্য।
বাংলাদেশ সময়: ০৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪