ঢাকা: কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে চার দিনের ম্যাচের দ্বিতীয় দিন শেষে সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলের থেকে বাংলাদেশ ‘এ’ দল ৪৪ রানে পিছিয়ে আছে।
আগের দিনের বিনা উইকেটে ৩০ রান নিয়ে খেলতে নামা নাঈম বাহিনী মন্থর ব্যাটিংয়ের উদাহরণ দেখিয়ে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে করেছে ১৬২ রান।
এর আগে বাংলাদেশ ‘এ’ দলের সাকলাইন সজিবের বোলিং জাদুতে মাত্র ২০৬ রানেই অল-আউট হয়েছিল সফরকারীরা। সজিব একাই তুলে নেন ৯ উইকেট।
প্রথম দিন শেষে ব্যাটিং ক্রিজে থাকা লিটন কুমার ২৩ ও সাদমান ইসলাম ৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিন শুরু করেন। লিটন সাজঘরে ফেরার আগে করেন ৫৪ রান। আর সাদমান করেন ৪০ রান। দলীয় ৭৬ রানে স্বাগতিকদের প্রথম উইকেটের পতন ঘটে।
এছাড়া ২০ রান করে আউট হন মার্শাল আইয়ুব। দিন শেষে ব্যাটিং ক্রিজে আছেন রাকিবুল হাসান (১৬ রান ১০৭ বলে) এবং অধিনায়ক নাঈম ইসলাম (১৭ রান ৮৬ বলে)।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৪