ঢাকা: মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক কিরন পোলার্ড মনে করেন, শ্রীলঙ্কার সাউদার্ন এক্সপ্রেসের বিপক্ষে ম্যাচের মতো বাজে ফিল্ডিং তাদের ভবিষ্যতে বিপদে ফেলতে পারে।
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সে ম্যাচে জয় পেয়েছিল পোলার্ডের মুম্বাই ইন্ডিয়ানস।
তবে, এ জয়ের পরও বেশ সতর্ক থাকতে হচ্ছে মুম্বাইকে। কারণ ১৭ সেপ্টেম্বরের মূল পর্বে উঠতে তাদের আরো একটি ম্যাচে জয় পেতে হবে।
সাউদার্নের বিপক্ষে জয় পাওয়া ম্যাচের পর পোলার্ড বলেন, ‘আমাদের ফিল্ডিংয়ে আরো বেশি উন্নতি করতে হবে। আমরা যদি এভাবে ফিল্ডিং করতে থাকি, তবে অন্য দলগুলো আমাদের সোজা মেরে ফেলবে। ’
লংকান ক্রিকেটার জিহান মুবারকের সাউদার্নের বিপক্ষে সে ম্যাচে মুম্বাই বেশ কয়েকটি ক্যাচ মিস করে। তাদের একটি স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া হয়। এছাড়া একাধিক বাজে ফিল্ডিংয়ের পরিচয় দিয়েছে মাঠে।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৪