ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের মধ্য দিয়ে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর জন্য খরচ হবে এক লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে জানা যায়, শুধু মাত্র টেস্ট সিরিজেই এই প্রযুক্তি ব্যবহার করা হবে। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ডিআরএস ব্যবহার করা হবে না।
এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ঘরোয়া সিরিজে আমরা এবার প্রথমবারের মতো ডিআরএস ব্যবহার করতে যাচ্ছি। ক্রিকেটের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’
ক্যামেরায় হক আই, আল্ট্রা মোশন ও সুপার জুম ব্যবহার করা হবে। আর এতে করে মাঠের আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে ভুগতে হবে না ক্রিকেটারদের।
২৫ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৪