ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আজ থেকে শুরু হল ঢাকা প্রিমিয়ার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, নভেম্বর ১১, ২০১৪
আজ থেকে শুরু হল ঢাকা প্রিমিয়ার লিগ ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আজ থেকে শুরু হয়েছে দেশের ‍ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ। তবে খেলা আজ থেকে শুরু হলেও আজই বিসিবি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে লিগটির স্পন্সরের নাম প্রকাশ করে।



আর মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিজেন্ড অব রুপগঞ্জ (গাজী ট্যাঙ্ক) ও ওল্ড ডিওএইচএস এর মধ্যকার এই খেলা শুরু হওয়ার পর টাইটেল স্পন্সর হিসেবে নিজেদের নাম জানায় ওয়ালটন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবি’র চীফ এক্সিকিউটিভ নিজামউদ্দিন চৌধুরী, বিসিবি’র পক্ষ থেকে আরো ছিলেন কাজী এনাম আহমেদ ও ফিরোজ আলম। আর টাইটেল স্পন্সর ওয়ালটনের পক্ষ থেকে ছিলেন উদয় হাকিম।

পরে উদয় হাকিম এ ব্যাপারে জানান, ওয়ালটন এ নিয়ে টানা তিনবার ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হল। আর ভবিষ্যতেও তারা বিসিবি’র সঙ্গে কাজ করতে চায়।

দেশের ঐতিহ্যবাহি এই ক্রিকেটে প্রতিবারের মত এবারও অংশ নিয়েছে ১২টি দল। আর লিগে চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি দেয়া হবে দশ লক্ষ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।