ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জরিমানা দিতে হবে জিম্বাবুয়েকে

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
জরিমানা দিতে হবে জিম্বাবুয়েকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা সিমেন্ট বাংলাদেশ-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে স্লো ওভার রেটের জন্যে পুরো জিম্বাবুয়ে দলকে জরিমানা করেছে ম্যাচ রেফারি। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথা জানিয়েছে।



শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায় জিম্বাবুয়ের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির ১০ শতাংশ কেটে নেওয়া হবে। অধিনায়ক এল্টন চিগাম্বুরাকে গুনতে হচ্ছে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা।

জিম্বাবুয়ের অধিনায়ক যদি আগামী এক বছরের মধ্যে আবারো স্লো ওভার রেটের দায়ে অভিযুক্ত হন তাহলে এক ম্যাচের জন্যে বহিস্কারের মতো শাস্তি পেতে হবে তাকে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘন্টা, ২৯ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।