ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিষফোঁড়া কেটে ফেলা হবে: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
বিষফোঁড়া কেটে ফেলা হবে: পাপন

ঢাকা: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিদেশি লিগ খেলার উপরে দেড় বছরের যে নিষেধাজ্ঞা ছিল তা আনুষ্ঠানিকভাবে তুলে নিয়েছে বিসিবি। এছাড়া লিজেন্ডস অব রুপগঞ্জের অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও জানান নাজমুল হাসান পাপন।



বৃহস্পতিবার রাতে দেশে ফিরে বিমান বন্দরে সাকিবের ব্যাপারে আনুষ্ঠানিক এ ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বুধবার লিজেন্ডস অব রুপগঞ্জ প্রাইম ব্যাংকের কাছে ৯৫ রানে হারার পর আম্পায়ারদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় দলটি।

পাপন এ সময় বলেন, ‘লিজেন্ডস অব রুপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল যেসব অভিযোগ করেছেন, তা যদি তিনি প্রমান করতে না পারেন, তবে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। ’

এ সময় তিনি আরো যোগ করেন, ‘ক্রিকেটের ভালোর স্বার্থে বিসিবি যেকোনো সিদ্ধান্ত নেবে। ক্রিকেটে কোনো বিষফোঁড়া রাখা হবেনা। সকল বিষফোঁড়া কেটে ফেলা হবে। ’

আর সাকিবের ব্যাপারে পাপন বলেন, ‘সাকিবের ব্যাপারে বোর্ড নমনীয় হয়েছে তার পারফর্মের জন্য নয়। মাঠে সাকিবের আচরণগত পরিবর্তনের জন্যই বোর্ড তার উপর খুশি হয়েছে। আর বিসিবি দলের সকল খেলোয়াড়, কর্মকর্তাদের মতামত নিয়ে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। ’

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ০৪ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।