ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সনাথের আগে সাঙ্গা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
সনাথের আগে সাঙ্গা ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে অন্যরকম এক কীর্তি গড়লেন কুমার সাঙ্গাকারা। এদিন ব্যক্তিগত ১৭ রান করে তিনি পেছনে ফেললেন তারই স্বদেশী সনাথ জয়সুরিয়াকে।

হ্যাঁ, একদিনের ম্যাচে সর্বোচ্চ রানের তালিকায় জয়সুরিয়াকে সরিয়ে সাঙ্গাকারা এখন শীর্ষ তিনে।

এ ম্যাচে লঙ্কানরা হারলেও সাঙ্গাকারার ব্যাট থেকে আসে মূল্যবান ৭৬ রান। আট চার ও এক ছয়ে তিনি এ রান করেন। বর্তমানে বাঁহাতি এ ব্যাটসম্যানের ওডিআই রান ১৩,৪৯০। তিনি এ রান করতে খেলেছেন ৩৯৪টি ম্যাচ, যেখানে তার গড় হচ্ছে ৪০.৬৩।

তবে এ তালিকায় ৪৬৩ ম্যাচে ৪৪.৮৩ গড়ে ১৮,৪২৬ রান করে সবার উপরে আছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আর তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তিনি ৩৭৫ ম্যাচে ৪২.০৩ গড়ে ১৩,৭০৪ রান করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।