ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফিন, অ্যান্ডারসনে পিষ্ট ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫
ফিন, অ্যান্ডারসনে পিষ্ট ভারত ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রিসবেনে কালর্টন মিড ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড বোলারদের দাপুটে বোলিংয়ে ১৫৩ রানেই অলআউট হয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান আসে স্টুয়ার্ট বিনির ব্যাট থেকে।



টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় এক রানের মাথায় প্রথম উইকেট হারায় ভারত। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৫৬ রান তোলেন অজিঙ্কে রাহানে ও আম্বাতি রাইডু। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটি শেষ পর্যন্ত ৩৯.৩ ওভারে নিজেদের সবকটি উইকেট হারায়।

অসাধারণ বোলিং করা ইংলিশ বোলারদের মধ্যে আট ওভারে ৩৩ রান খরচায় পাঁচ উইকেট নেন স্টিভেন ফিন। আর ৮.৩ ওভারে মাত্র ১৮ রানে চার উইকেট পান জেমস অ্যান্ডারসন।

এদিকে ছোট ইনিংস হওয়ায় সঙ্গে সঙ্গেই ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। আর বিরতিতে যাওয়ার আগে দলটির সংগ্রহ ছয় ওভারে ৪১ রানে এক উইকেট। ইয়ান বেল ২৮ ও জেমস টেইলর তিন রানে ক্রিজে আছেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।