ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আজমল ছাড়া বিশ্বকাপ কঠিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫
আজমল ছাড়া বিশ্বকাপ কঠিন সাঈদ আজমল

ঢাকা: পাকিস্তানের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পাওয়া সাঈদ আজমল ছাড়া পাকিস্তানের বিশ্বকাপ কঠিন হবে।

পাকিস্তান এ দুসরা স্পিনারকে ছাড়াই ১৫ ফেব্রুয়ারি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হচ্ছে।

এর আগে আজমলেকে বিশ্বকাপের প্রাথমিক তালিকায় রাখা হলেও পরে তিনি নিজের নাম সরিয়ে নেন।

১৯৯২’র পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মুশতাক আরো জানান, পাকিস্তান স্কোয়াড আজমল ছাড়া অপরিপূর্ণ।

মুশতাক বলেন, ‘পাকিস্তান দল আজমলের সঙ্গে মানিয়ে নিয়েছিল। সে একজন কিংবদন্তি আর সে আমাদের সেরা বোলারও। তাকে ছাড়া দলের কথা চিন্তা করা খুবই কঠিন। ’

তবে আজমল না থাকলেও বিশ্বকাপের আশা ছাড়ছেন না মুশতাক। তিনি আরো বলেন, ‘৯২’র বিশ্বকাপে পিঠের ইনজুরির কারণে আমাদের অন্যতম পেসার ওয়াকার ইউনুস খেলতে পারেনি। তবে আমরা বিশ্বকাপ জিতেছি। আশাকরি দলের অন্য সবাই নিজেদের সেরাটা দিতে পারলে এবারও ভালো কিছু করতে পারবো আমরা।

এদিকে পাকিস্তান দলের আরেক কার্যকরী স্পিনার মোহাম্মদ হাফিজও বিশ্বকাপে বোলিং করতে পারবেন না। গত বছর নভেম্বরে এ অলরাউন্ডার বোলিং থেকে নিষেধাজ্ঞা পান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।