ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রোহিতকে স্লেজিংয়ের পর ওয়ার্নারের জরিমানা (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
রোহিতকে স্লেজিংয়ের পর ওয়ার্নারের জরিমানা (ভিডিও) ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাকে ইংরেজীতে কথা বলতে বলায় অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। গতকাল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রোহিতের সঙ্গে ওয়ার্নারের বাক বিতন্ডার ঘটনা ঘটে।



মেলবোর্নে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ত্রিদেশীয় সিরিজেও ক্রিকেটারদের কথার লড়াই চলছে। টেস্ট সিরিজের পর কার্লটন মিড ত্রিদেশীয় ওডিআই সিরিজে দু’দলের খেলোয়াড়রা তা বজায় রেখেছে। গতকালের ম্যাচে অবশ্য ভারতকে চার উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। উল্লেখ্য, এ মাঠে রোহিত দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন।

ভারতীয় ইনিংসের ২৩ ওভারের শেষ বলে ওয়ার্নার ওভার থ্রো করলে তা রোহিতের প্যাডে এসে লাগে। এরপর সুরেশ রায়নার সঙ্গে জায়গা বদল করেন রোহিত। প্যাডে লাগার পরও রান নেওয়ার কারণে রোহিতের ওপর চড়াও হয়েছিলেন ওয়ার্নার।

ওয়ার্নার যখন রোহিতের ওপর ক্ষিপ্ত হয়ে ইংরেজিতে কথা বলছে তখন হিন্দিতে জবাব দিচ্ছিল রোহিত। হিন্দি না বোঝাতে ওয়ার্নার উত্তেজিত কন্ঠে কয়েকবার বললো ‘স্পিক ইংলিশ’। পরে অ্যাম্পয়াররা এসে দু’জনকে শান্ত করেন।



বাংলাদেশ সময়: ১১১৩ ঘন্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।