ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইতিহাস বদলাতে চান মিসবাহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
ইতিহাস বদলাতে চান মিসবাহ মিসবাহ-উল-হক

ঢাকা: পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক জানিয়েছেন, আসছে বিশ্বকাপে পাকিস্তান নিজেদের সেরাটা খেলবে। তিনি আরো জানান, শিরোপার জন্যই দলটি বিশ্বকাপে নামছে।



লাহোরে বিশ্বকাপ প্রস্তুতি সম্পর্কে মিসবাহ আরো বলেন, ‘ আমাদের চিন্তায় একটি মাত্র বিষয় তা হলো বিশ্বকাপে আমাদের ভালো খেলতে হবে। কারণ বিশ্বকাপে আমাদের প্রত্যেকেই দারুণ প্রস্ততি নিয়েছে। আর আমাদের দলীয় আশাও ‍অনেক বেশি। ’

এদিকে পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। আর ৪০ বছর বয়সি এ ব্যাটসম্যান জানান, দলের সবাই এ ম্যাচের গুরত্ব সম্পর্কে জানে। আর আমরা এ ম্যাচে কোন রকম ঝুঁকি নিতে চাই না।

মিসবাহ বলেন, ‘আমরা জানি এ ম্যাচের গুরত্ব আমাদের কাছে অনেক বেশি। আমরা বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিতে ইতিহাস বদলাতে চাই। ছেলেরা প্রচুর আকাঙ্খা নিয়ে এ ম্যাচ খেলতে যাব। আর আমরা সংঙ্গবদ্ধভাবে খেলে এ ম্যাচ জয় করার চেষ্টা করবো।

উলেখ্য পাকিস্তান এখন পর্যন্ত ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেছে তবে প্রত্যেকটি ম্যাচেই ভারতই জিতেছে।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।