ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরের দুই ম্যাচে নেই কিউই বোলার মিলনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
পরের দুই ম্যাচে নেই কিউই বোলার মিলনি

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে সাত ম্যাচ ওডিআই সিরিজের চার ম্যাচ শেষে ২-১ এ এগিয়ে নিউজিল্যান্ড। তবে, কিউইদের জন্য একটি দুঃসংবাদ আছে।

ফাস্ট বোলার অ্যাডাম মিলনি ইনজুরির কবলে পড়ে পরের দুই ম্যাচে খেলতে পারবেন না। কিউই দলের কোচ মাইক হ্যাশন জানিয়েছেন, মিলনির ইনজুরি গুরুতর নয়। সিরিজের শেষ ম্যাচে সে মাঠে ফিরবে।

কিউই দলে মিলনির জায়গায় খেলতে পারেন পেসার কাইল মিলস অথবা ট্রেন্ট বোল্ট। বোল্ট প্রথম দুই ম্যাচে খেললেও কুঁচকির ইনজুরির কারণে এ সিরিজে এখনো মাঠে নামতে পারেননি মিলস। তিনি গত বছরের ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

অপরদিকে, শ্রীলঙ্কা দলে লাসিথ মালিঙ্গার ফেরার সম্ভাবনা থাকলেও তা একরকম অনিশ্চিতই বলা যায়। অ্যাঙ্কেল ইনজুরিতে ভোগা এ লঙ্কান পেসার গত বছরের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। আগামী মাসের ৯ তারিখে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে লঙ্কানরা। এ ম্যাচের মধ্য দিয়েই শতভাগ ফিট হয়ে মাঠে নামতে পারেন মালিঙ্গা।

উল্লেখ্য, আগামীকাল ওভালে সিরিজের পঞ্চম ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘন্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।