ঢাকা, বৃহস্পতিবার, ৬ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

ক্রিকেট

ইনজুরিতে রোহিত, ফিরছেন জাদেজা, ইশান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, জানুয়ারি ২৫, ২০১৫
ইনজুরিতে রোহিত, ফিরছেন জাদেজা, ইশান্ত রোহিত শর্মা

ঢাকা: ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানিয়েছেন, প্রথম ম্যাচে ইনজুরিতে পড়া রোহিত শর্মা কার্লটন মিড ত্রিদেশীয় সিরিজে আর মাঠে নামতে পারবেন না।

আগামীকাল সিডনীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দলটি।

তবে অন্যদিকে এ ম্যাচে মাঠে নামা অনেকটা নিশ্চিত রবিন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মার।

সিডনীতে প্রি-ম্যাচ কনফারেন্সে ধোনি বলেন, ‘রোহিত এ ম্যাচের জন্য ফিট না। তবে দলের অন্য সবাই থাকছে। আর জাদেজা ও ইশান্ত ফিরছে। ’

৩৩ বছরের এ ব্যাটসম্যান আরো জানিয়েছেন, দলটি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চায় না। তিনি বলেন, ‘আমরা ক্রিকেটারদের পুরোপুরি ফিট না হলে ম্যাচে খেলাবো না। তবে এবারের ম্যাচে জাদেজার খেলা আমাদের মনিটর করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।