ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

চট্টগ্রামের বিপক্ষে রংপুর বিভাগের জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জানুয়ারি ২৮, ২০১৫
চট্টগ্রামের বিপক্ষে রংপুর বিভাগের জয়

ঢাকা: ১৬তম ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে প্রথম রাউন্ডের খেলায় চট্টগ্রাম বিভাগকে ২২৫ রানে হারিয়েছে রংপুর বিভাগ।

বুধবার ফতুল্লায় ম্যাচের চতুর্থ দিনে রংপুরের বোলারদের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি চট্টগ্রামের ব্যাটসম্যানেরা।

আগের দিন তিন উইকেটে ৮৩ রান নিয়ে দিন শুরু করে চট্টগ্রাম।   শেষ দিনে জয়ের জন্যে আরো প্রয়োজন ছিল ৩৩৭ রান।

কিন্তু দিনের শুরুতেই ইরফান শুকুর এবং আলাউদ্দিন বাবুর উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় চট্টগ্রাম।   নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা চট্টগ্রামের দুই ব্যাটসম্যান ইয়াসির আলি এবং ফয়সাল হোসেন প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

ফয়সাল হোসেন করেন ৩৫ এবং ইয়াসির আলী করেন ৪৪ রান। শেষ পর্যন্ত চট্টগ্রাম বিভাগ দ্বিতীয় ইনিংসে  অল আউট হয় ১৯৪ রান। রংপুর বিভাগের সোহরাওয়ার্দী শুভ ৩৯ রানে নেন তিন উইকেট।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।