ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শুধুমাত্র ফাইনালেই থাকছে সুপার ওভার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
শুধুমাত্র ফাইনালেই থাকছে সুপার ওভার

ঢাকা: পুরনো নিয়মই বহাল রাখলো আইসিসি। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে আর ট্রফি ভাগাভাগি হচ্ছে না।

তাই স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারে হবু ফাইনালিস্টরা।

এর আগে আইসিসির তরফ থেকে বলা হয়েছিল, এবারের বিশ্বকাপে সুপার ওভার থাকছে না। নকআউট পর্বের ম্যাচ যদি ড্র হয় সেক্ষেত্রে গ্রুপ পর্বের পয়েন্ট হিসেবে যে দল এগিয়ে থাকবে তারাই যাবে পরের রাউন্ডে। আর ফাইনাল ম্যাচও যদি ড্রয়ের বোতলে বন্দি হয় সেক্ষেত্রে দু’দলই যুগ্মভাবে চ্যাম্পিয়ন হবে।

তবে, দুবাইয়ে অনুষ্ঠি বোর্ড মিটিংয়ে আইসিসি তাদের অবস্থানের কিছুটা পরিবর্তন এনেছে। তারা নকআউট পর্বের ম্যাচগুলোতে সুপার ওভার বহাল না রাখলেও ফাইনাল ম্যাচে সুপার ওভার থাকবে বলে নিশ্চিত করেছে। তাই, শিরোপা নির্ধারণী ম্যাচ ড্র হলেও সুপার ওভারের মাধ্যমে তা নিষ্পত্তি হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘন্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।