ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভালো শুরুর প্রত্যাশায় টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
ভালো শুরুর প্রত্যাশায় টাইগাররা

ঢাকা: বিশ্বকাপ ক্রিকেটের মুল মিশন শুরুর আগেই প্রথম অফিসিয়াল  প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার সিডনিতে বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলাটি শুরু হবে।

 

প্রথম প্রস্তুতি ম্যাচেই টাইগাররা মুল শক্তি নিয়েই  মাঠে নামছে বলে জানা গেছে। এই ম্যাচেই তামিম ইকবালকে খেলানোর সম্ভাবনা রয়েছে।   বিসিবির উদ্যোগে এর আগে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে মাশরাফিরা। তবে,  সেই ফলাফল নিয়ে চিন্তিত নন টিম ম্যানেজম্যান্ট।

কালকের ম্যাচে বাংলাদেশ দল তিনজন পেসার নিয়েই খেলতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বাংলানিউজকে বলেন, ‘প্রস্তুতি ম্যাচের ফল যেমনই হোক কেন ভালো শুরুটা গুরুত্বপূর্ন।   এই ম্যাচে যদি ব্যাটসম্যানেরা রানে ফিরতে পারে তাহলে মুল ম্যাচগুলোতে আত্মবিশ্বাসী হয়ে নামতে পারবে। ’

অন্যদিকে প্রথম প্রস্তুতি ম্যাচের আগেই ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন মোহামদ্দ হাফিজ। ফলে কিছুটা  খর্বশক্তির দল নিয়েই বাংলাদেশের মুখোমুখি হচ্ছে মিসবাহর দল।

১২ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।   ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের সঙ্গে ম্যাচ দিয়েই  বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।