ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি

ঢাকা: দোড়গোড়ায় চলে এসেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের একাদশতম আসর। বিশ্বকাপের বাকি আর মাত্র ৮ দিন।

আগামী ১৪ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-শ্রীলংকা ম্যাচ দিয়ে পর্দা উঠবে এ বিশ্ব আসরের। বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে রয়েছে অংশগ্রহণকারী ১৪টি দেশের প্রস্তুতিপর্ব।

বিশ্বমঞ্চে নামার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার মিশন শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে। অ্যাডিলেড ওভালে এদিন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া।

প্রতিটি দলই পাবে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ। প্রস্তুতি পর্বে বাংলাদেশ দলের প্রতিপক্ষ পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আগামী ৯ ফেব্রুয়ারি ব্লাক টাউনে পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার দু’দিন পর ১২ ফেব্রুয়ারি একই মাঠে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফিবাহিনী।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচের সূচি:
৮ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-ভারত (অ্যাডিলেড ওভাল)

৯ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা (হাগলি ওভাল)
৯ ফেব্রুয়ারি: নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে (লিঙ্কন ওভাল)
৯ ফেব্রুয়ারি: ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
৯ ফেব্রুয়ারি: পাকিস্তান-বাংলাদেশ (ব্লাক টাউন)

১০ ফেব্রুয়ারি: ভারত-আফগানিস্তান (অ্যাডিলেড ওভাল)
১০ ফেব্রুয়ারি: আয়ারল্যান্ড-স্কটল্যান্ড (ব্লাক টাউন)

১১ ফেব্রুয়ারি: দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড (হাগলি ওভাল)
১১ ফেব্রুয়ারি: শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে (লিঙ্কন ওভাল)
১১ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়া-আরব আমিরাত (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড)
১১ ফেব্রুয়ারি: ইংল্যান্ড-পাকিস্তান (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)

১২ ফেব্রুয়ারি: ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড (সিডনি ক্রিকেট গ্রাউন্ড)
১২ ফেব্রুয়ারি: বাংলাদেশ-আয়ারল্যান্ড (ব্লাক টাউন)
১৩ ফেব্রুয়ারি: আফগানিস্তান-সংযুক্ত আরব আমিরাত (জাঙ্কশন ওভাল)

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।