ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাঙ্গাকারার উইকেটটি টার্নিং পয়েন্ট

ওয়ার্ল্ডকাপ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সাঙ্গাকারার উইকেটটি টার্নিং পয়েন্ট কুমার সাঙ্গাকারা

ঢাকা:  নিউজিল্যান্ডের দেওয়া ৩৩২ রানের টার্গেট তাড়া করতে নেমে অনেকটা পরিকল্পনা মাফিক এগোচ্ছিল শ্রীলঙ্কার ইনিংস। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে ৩৯ রান করে দলীয় ১২৯ রানে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লেই ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।

সাঙ্গাকারার উইকেটটি আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট।
 
দলীয় ৬৭ রানে ওপেনার দিলশানের উইকেট হারালেও কুমার সাঙ্গাকারা এবং লাহিরু থিরিমান্নে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়েই রান তুলছিলেন।
 
দলীয় ১২২ রানের মাথায় থিরামান্নে আউট হলে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপরই মাহেলা জয়াবর্ধনে ভেট্টরির বলে আউট হলে তৃতীয় উইকেট হারায় লঙ্কানরা।

শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে লঙ্কানরা।
 
বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।