ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারত- পাকিস্তান বিশ্বকাপ লড়াইয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
ভারত- পাকিস্তান  বিশ্বকাপ লড়াইয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বকাপে ভারত পাকিস্তান এ নিয়ে ষষ্ঠবারের মতো মুখোমুখি হয়েছে। অ্যাডিলেডে বিশ্বকাপে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে কোন দল প্রথমবারের মতো ৩০০ রানের স্কোর করেছে।

টসে জিতে আগে ব্যাট করে ৫০ ওভারে সাত উইকেটে ৩০০ রান জমা করেছে ভারত।
 
এর আগে দুই দলের লড়াইয়ে দলীয় সর্বোচ্চ স্কোরের রেকর্ডটিও ভারতের দখলে। ১৯৯৬ সালে কোয়ার্টার ফাইনালে ব্যাঙ্গালুরে পাকিস্তানকে ২৮৮ রানের টার্গেট দিয়েছিল আজহার উদ্দিনের দল। সে ম্যাচে ভারত করেছিল আট উইকেটে ২৮৭ রান।
 
এরপর ২০০৩ বিশ্বকাপে  আগে ব্যাট করে  সাত উইকেটে ২৭৩ রান করেছিল পাকিস্তান। এছাড়া  ১৯৯২ বিশ্বকাপে দুই দলের প্রথম মোকাবেলায় ভারত আগে ব্যাট করে  সাত উইকেটে ২১৬ রান করেছিল ।

১৯৯৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে তৃতীয়বার মুখোমুখি হয় দুই দল সেবারও ভারত আগে ব্যাট করে স্কোর বোর্ড জমা করেছিল ছয় উইকেটে ২২৭ রান। আর সর্বশেষ ২০১১ বিশ্বকাপে আগে ব্যাট করে পাকিস্তানের বিপক্ষে ২৬০ রান করেছিল ভারত।
 
বাংলাদেশ সময়:১৩:৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।