ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় ও আইরিশ ম্যাচের ভেন্যু

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
ক্যারিবীয় ও আইরিশ ম্যাচের ভেন্যু

ঢাকা: নিউজিল্যান্ডের সেক্সটন ওভাল, নেলসন স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলা শুরু হয়েছে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর ৪টায়।



এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের খেলার অভিজ্ঞতা রয়েছে। নেলসনে প্রথম ম্যাচেই তারা মাঠে নামে। নিউজিল্যান্ডের এ স্টেডিয়ামটিতে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৪ জানুয়ারি। ম্যাচটি ছিল নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে।

এ স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা সর্বমোট ৫ হাজার। এ মাঠে সবশেষ চলতি বছরের ২০ জানুয়ারি ম্যাচ অনুষ্ঠিত হয় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার।

এ ভেন্যুর পিচ পেসারদের জন্য সহায়ক। বাউন্সি পিচ হওয়ায় পেসাররা ভালো সহায়তা পান এ মাঠে। এখানে সর্বোচ্চ দলীয় রান ২৮৫।

১১তম ক্রিকেট বিশ্বকাপে এ স্টেডিয়ামে মোট তিনটি খেলা অনুষ্ঠিত হবে। খেলাগুলো হল- ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড, আরব আমিরাত বনাম জিম্বাবুয়ে এবং বাংলাদেশ বনাম স্কটল্যান্ড।

এ মাঠে বাংলাদেশের খেলা থাকায় ক্যারিবীয়-আইরিশ ম্যাচের গতিবিধি বাংলাদেশের দর্শক-সর্থকদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সময়: ০৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।