ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

ক্রিকেট

মাহেলার ব্যাট ভেঙে দিলেন আফগান শাপুর

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, ফেব্রুয়ারি ২২, ২০১৫
মাহেলার ব্যাট ভেঙে দিলেন আফগান শাপুর মাহেলা জয়াবর্ধনে

ঢাকা: শ্রীলংকান ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনের ব্যাট ভেঙে দিলো আফগানিস্তানের পেসার শাপুর জাদরানের দুরন্ত গতির বল। তবে, ভেঙে যাওয়া ব্যাট অথবা বল কাউকে আঘাত করেনি।



ক্রিকেট বিশ্বকাপের পুল এ’র ম্যাচে রোববার (২২ ফেব্রুয়ারি) ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে এ ঘটনা ঘটে।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২৩২ রানে গুটিয়ে যায় আফগানদের ইনিংস। জবাবে ব্যাট করতে নামে শুরুতেই ধাক্কা খায় লংকানরা। দুই রানেই দুই উইকেটের পর ৫১ রানে চার উইকেট খুইয়ে ফেলে তারা। এরপর ব্যাটিংয়ে নেমে দলের হাল ধরেন অভিজ্ঞ মাহেলা জয়াবর্ধনে। তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

ইনিংসের ২৩তম ওভারের চতুর্থ বলে পেসার শাপুর জাদরানের একটি অদম্য গতির বল মাহেলার ব্যাটে আঘাত হানলে সেটি মাঝ দিয়ে ভেঙে যায়। পরে নতুন ব্যাট নিয়ে খেলা শুরু করেন মাহেলা।

সেই নতুন ব্যাটে খেলতে থাকা মাহেলা এখন পর্যন্ত অপরাজিত আছেন ৯৪ রানে। নিজের শতক পূরণের পথে এগোনোর পাশাপাশি দলকেও এগিয়ে নিচ্ছেন জয়ের বন্দরে।

মাহেলার ব্যাট ভাঙা শাপুর অবশ্য এখন পর্যন্ত ৭ ওভার করে দিলশানের উইকেটটি লাভ করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।