ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উৎসব ছড়িয়েছে শিশুদের মাঝেও

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
উৎসব ছড়িয়েছে শিশুদের মাঝেও

ঢাকা: বাংলাদেশের কোন সাফল্যের উপলক্ষ এলেই সেটা প্রকাশের অলিখিত স্থান হিসেবে ধরা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরকে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ইতিহাস গড়ার দিনটিতেও বাদ গেল না।

পেসার রুবেল হোসেন জেমস এন্ডারসনের স্টাম্প উপড়ে দিতেই জনস্রোত বাড়তে থাকে টিএসসি চত্বরে।  

সন্ধ্যা নামতেই হাজারো টাইগারভক্তে কানায় কানায় পূর্ন হয়ে ওঠে পুরো চত্বর। ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। মধ্যবয়স্ক, তরুণদের সঙ্গে আনন্দ উদযাপনে যোগ দিয়েছিলেন শিশুরাও। বাবা-মায়ের কাঁধে চড়ে জার্সি গায়ে ‘বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগান ধরেন তারা।

মামাতো ভাইয়ের কাঁধে চড়ে রাজধানীর লক্ষীবাজার থেকে ম্যাচ শেষ হতেই টিএসসি চত্বরে ছুটে আসেন ছোট্ট শিশু তাহমিদ। চাপাস্বরে বাংলানিউজকে তাহমিদ বলেন, ‘পুরো খেলা দেখেছি। বাংলাদেশ অনেক ভালো খেলেছে। বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। ’

উল্লেখ্য, ইংল্যান্ডকে  ১৫ রানে হারিয়ে বিশ্বকাপের   কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল লাল-সবুজের বাংলাদেশ। সোমবার অ্যাডিলেড ওভালে  টাইগারদের করা ২৭৫ রানের জবাব দিতে নেমে ইংলিশরা ৪৮.৩ ওভার খেলে ২৬০ রানে গুটিয়ে যায়।    
 
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।