ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের জয়ে ফুঁসছেন পাকিস্তানি জামসেদ

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
টাইগারদের জয়ে ফুঁসছেন পাকিস্তানি জামসেদ

ঢাকা: বিশ্বমঞ্চে ইংলিশদের হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়ে ১৬ কোটি বাঙালির আকাঙ্ক্ষা পূরণের অবিস্মরণীয় বিজয় একাত্তরের মুক্তিযোদ্ধাদের উৎসর্গ করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
 
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে মনোমুগ্ধকর পারফরম্যান্সে ইংল্যান্ডকে ১৫ রানে হারায় টাইগাররা।

জয়ের পর মাশরাফি প্রতিক্রিয়া জানাতে আসেন মাথায় লাল-সবুজ পতাকা বেঁধে। বিজয়ের এই দিনে প্রথমেই স্মরণ করেন নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধাদের।
 
বাংলাদেশ অধিনায়কের মন্তব্য ছিল, ‘এ বিজয় আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য। ’
 
তবে, বাংলাদেশের এই জয় পাকিস্তানিদের ভালো লাগেনি। পাকিস্তানি ক্রিকেটার নাসির জামসেদের টুইটগুলো দেখলে তা আর বুঝতে বাকি থাকে না।

বাংলাদেশের এ জয়ে মোটেই খুশি না হতে পেরে ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে জামসেদ বাংলাদেশের স্বাধীনতা আর টাইগার পেসার রুবেলকে নিয়ে বিরুপ মন্তব্য করেন।
 
পাক এ ক্রিকেটার তার মন্তব্যে ‘ইংল্যান্ডকে রুবেল হোসেন গুঁড়িয়ে দিয়েছে। বাংলাদেশে রুবেলের নামে ধর্ষণ মামলা রয়েছে। সে পুরোপুরি একজন অপরাধী, আর খণ্ডকালীন ক্রিকেটার,’ এমন একটি বক্তব্য লেখার ধ‍ৃষ্ঠতা দেখিয়েছেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করতে এই পাকিস্তানি আরও লিখেছেন,  ‘বাংলাদেশ তাদের পাওয়া জয়টিকে এমন ভাবছে যেন ১৯৭১ সালের যুদ্ধে জিতে গেছে! এবং এবার তারা ভারতের সাহায্য ছাড়াই জয় পেয়েছে। ’
 
তার এ বাজে মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ছাড়াও অন্যান্যসব জায়গায় প্রতিবাদের ঝড় উঠেছে।

এতে বলা হয়েছে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে খেলতে গিয়েও পাকিস্তানি খেলোয়াড়রা যে তাদের ব্যক্তিগত অশোভন চরিত্রের প্রকাশ না ঘটিয়ে পারছে না সেটাই প্রমাণিত হয়েছে জামসেদের এসব মন্তব্যে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ০৯ মার্চ ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।