ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আনন্দে ভাসছে সিলেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
আনন্দে ভাসছে সিলেট

সিলেট: আনন্দে ভাসছে সিলেট। আকাশে উড়ছে বিজয় নিশান।

মুখে টাইগারদের জয়গান বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। এভাবে আনন্দ-উল্লাসে মাতোয়ারা হয়ে ওঠে সিলেট নগরী।

সোমবার (৯ মার্চ) বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ শেষে উল্লসিত জনতা নেমে আসে রাস্তায়। রাজপথ, অলি-গলিতে জনতার চিৎকার করা স্লোগান। সেই সঙ্গে পার্টি স্প্রে ছড়িয়ে আনন্দ ভাগাভাগি।

খানিক সময়ের মধ্যে সিলেট হয়ে ওঠে যানজটের নগরী। জনস্রোত সৃষ্টি হয় যানজটে। তবে এ যানজটে একটুকুও বিরক্তি দেখায়নি জনতা। বরং যানজটে আটকা পড়া লোকজনকে আনন্দ উল্লাসে শরিক হতে দেখা গেছে।

ছেলে-বুড়ো সকলের স্লোগানে মুখর ছিল রাজপথ। ব্যবসায়ীরাও দোকানের সার্টার ফেলে রাস্তায় নেমে পড়েন। অনেকে বের করেন মোটরসাইকেল শোভাযাত্রা। হাতে জাতীয় পতাকা নিয়ে জনতার উল্লাসের কেন্দ্রবিন্দুতে ছিলেন বোলার রুবেল।

আনন্দ উল্লাস বাড়াতে স্পাইডারম্যানের বেশ কিছু মুখোশ জনতার হাতে বিলিয়ে দেন নগরীর জিন্দাবাজারের ব্যবসায়ী কামরুল ইসলাম রাসেল।

বাংলানিউজকে তিনি বলেন, প্রথমবারের মতো ছেলেরা কোয়ার্টার ফাইনালে উঠেছে। আর কি চাই? জনতার উৎসবকে বাড়িয়ে দিতে মুখোশ বিলিয়ে দিচ্ছি।

জিন্দাবাজারের রেইনবো টেইলার্সের কাটিং মাস্টার আলী হোসেন বলেন, রুবেল দুই উইকেট নেওয়ার পর আনন্দ ধরে রাখতে পারিনি।

সমকালের সিলেট ব্যুরো প্রধান চয়ন চৌধুরী বাংলানিউজকে বলেন, নিজেকে ধরে রাখতে পারিনি। তাই বিজয় মিছিলে সামিল হয়ে আনন্দ উপভোগ করলাম।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।