ঢাকা: ইংল্যান্ডের চোখের জলের ওপর দিয়ে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে লাল সবুজের বাংলাদেশ। অ্যাডিলেড ওভালে এ ম্যাচে হারের ফলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলো ইংল্যান্ড।
টাইগারদের ২৭৫ রানের জবাব দিতে নেমে ইংলিশরা ৪৮.৩ ওভার খেলে ২৬০ রানে থেমে যায়। ফলে, ১৫ রানের জয় পেয়েছে টাইগাররা।
আর এই জয়ে আনন্দে ভাসছে বাংলাদেশ। টানা হরতাল-অবরোধে শ্বাসরুদ্ধকর পরিস্থিতে দম আটকে থাকা বাঙালি জাতি যেন হাফ ছেড়ে নিঃশ্বাস নিয়েছে। সবখানে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নগর থেকে পাড়ার কুঁড়েঘরেও এর প্রভাব লক্ষ করা গেছে।
বাদ যায়নি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমও। তবে তাতেও ছিল ভিন্নতা। কেউ কবিতা, কেউ ছড়া, কেউ জ্বালাময়ী স্ট্যাটাস দিয়ে তাদের আবেগের জানান দিয়েছেন।
তবে ফেসবুকে আপলোড করা নানান ধরনের গ্রাফিক্স বিনোদনে ভিন্নমাত্রা যোগ করে দিয়েছে।
শামীম আহমদে শিশির তার ফেসবুকে একটি গ্রাফিক্স আপলোড করেছেন। তাতে দেখা যাচ্ছে, জেমস বন্ডকে বাঘ ধাওয়া করেছে। তিনি দৌড়ে পালানো অবস্থায় বলছেন ‘খেতা পুরি তোর কোয়ার্টার ফাইনালের’। পেছন থেকে রয়েল বেঙ্গল টাইগার বলছে- তুই জেমস বন্ড যাস না, একটু খাড়া। কিন্তু তিনি থামছেনই না।
জাকির হোসেন
ইসরাফিল আলম এমপি অভিনন্দন জানিয়ে গ্রাফিক্স আপলোড করেছেন -
সাংবাদিক রফিক সরকার
আশিক হোসাইন
আহমেদ আতিক
বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫