ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

ডি ভিলিয়ার্স-মিলারের শত রানের জুটিতে প্রোটিয়াদের ২০০ পার

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪২, মার্চ ১২, ২০১৫
ডি ভিলিয়ার্স-মিলারের শত রানের জুটিতে প্রোটিয়াদের ২০০ পার

ঢাকা: আন্ডারডগ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে শুরুর মাঝারি ব্যাটিং বিপর্যয় কাটিয়ে দলীয় ২০০ রান পার করেছে দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলারের শত রানের (১০৪) জুটিতে এখন অনেকটাই শক্ত অবস্থানে প্রোটিয়ারা।

তাদের রান রেট প্রায় ৮ এর কাছাকাছি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২০১ রান। ব্যাটিংয়ে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ও ডেভিড মিলার। ইতোমধ্যে ডি ভিলিয়ার্স তার ৪৫তম হাফ সেঞ্চুরি পুরা করেছেন।

এরআগে, ১৮ ওভার ২ বলে রিলে রুশো ইউএই অধিনায়ক অফ স্পিনার মোহাম্মদ তৌকিরের বলে কট অ্যান্ড বোল্ড হন। ফেরার আগে তার সংগ্রহ ৪৯ বলে ৪৩ রান। তার আগে ১৫.৬ ওভারে আমজাদ জাভেদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিওনে ফেরেন কুইন্টন ডি কক। আর সেই সঙ্গে দ্বিতীয় উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। আউট হওয়ার আগে ৪৫ বলে ২৬ রান করেছিলেন ডি কক।

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে কৌশলেই ব্যাট চালাচ্ছিলেন প্রোটিয়া দুই ওপেনার ওপেনার হাশিম আমলা ও কুইন্টন ডি কক। তবে ২ ওভার ৫ বলে মোহাম্মাদ নাভিদের বল উড়িয়ে মারতে গিয়ে দলীয় ১৭ রানে ক্যাচ আউট হন আমলা। সাজঘরে ফেরার আগে তার সংগ্রহ ১৬ বলে ১২ রান।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ৭টায় বিশ্বকাপের ৩৬তম ম্যাচে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে মাঠে নামে পুল বি’র এ দুই দল। প্রোটিয়ারা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ খেলায় মাঠে নেমেছে। আর পঞ্চম ম্যাচে মাঠে ইউএই।

এরআগে এবি ডি ভিলিয়ার্স বাহিনী নিজেদের প্রথম পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে আর হেরেছে দুটি ম্যাচে। তবে নিজেদের প্রথম চারটি ম্যাচেই হেরে পুল-বি’র পয়েন্ট টেবিলের তলায় রয়েছে মুরুর দেশ আমিরাত।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫

** ডি ভিলিয়ার্স-মিলারের ব্যাটে প্রোটিয়াদের দেড়শ পার
** ৩ উইকেট হারিয়ে শতক পার প্রোটিয়াদের
** প্রোটিয়াদের দ্বিতীয় উইকেটের পতন
** সাড়ে ৬ গড়ে অর্ধশত পার প্রোটিয়াদের
** ছন্দপতন প্রোটিয়াদের, সাজঘরে আমলা
** প্রোটিয়া ওপেনার আমলা-ডি কক ব্যাটিংয়ে
** টসে হেরে ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।