ঢাকা: চলতি বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ডের ক্রিস ওকস এবং ওপেনার মঈন আলী মাঠে নামতে পারছেন না বলে জানিয়েছে দলটির একটি সূত্র। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে ইংলিশরা।
ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ডের এ দুই ক্রিকেটার মাঠে নামতে পারছেন না। ফলে, সিডনির বিদায়ী ম্যাচে থাকছেন না মঈন আলী এবং ক্রিস ওকস।
সিডনির এ ম্যাচটি আফগানিস্তান এবং ইংল্যান্ডের শেষ ম্যাচ। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দুই দল। পাঁচ ম্যাচ থেকে একটি করে ম্যাচ জিতে ইংলিশ আর আফগানদের সমান দুই পয়েন্ট। ফলে, দুই দলই নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকতে চাইবে।
স্কটল্যান্ডের বিপক্ষে মঈন আলী শতক হাঁকিয়েছিলেন। আর ওকস চলতি আসরে ৪৬ গড়ে ৫ উইকেট দখল করেন।
বিশ্বকাপ শেষে এপ্রিলে ইংল্যান্ড দল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ খেলতে যাবে। এছাড়া বিশ্বকাপের পর চলতি আসরের দুই আয়োজক দেশ অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও খেলবে ইংলিশরা। তবে, আশা করা হচ্ছে ক্রিস ওকস এবং মঈন আলী তার আগেই সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠবেন।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ১২ মার্চ ২০১৫