ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে এসে জয় পেয়েছে সিলেট বিভাগ। বরিশালকে তারা হারিয়েছে ১০ উইকেটের ব্যবধানে।
দ্বিতীয় ইনিংসে বরিশাল ৩৯০ রানে অলআউট হলে ৭৫ রানের জয়ের টার্গেট দাঁড়ায় সিলেটের সামনে। ১৩.৪ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অলক কাপালির দল। সিলেটের দুই ওপেনার রোমান আহমেদ ৬১ ও শানাজ আহমেদ ১২ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন।
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিনে আগের দিনের দুই উইকেটে ১৬৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে বরিশাল। টপ অর্ডারে চার ব্যাটসম্যানের অর্ধশতকে ৩৯০ রানে শেষ হয় বরিশালের দ্বিতীয় ইনিংস। শাহরিয়ার নাফিস ৭১, শাহিন হোসেন ৫৫, ফজলে রাব্বি ৫৯ ও মোসাদ্দেক হোসেন করেন ৭২ রান।
সিলেটের হয়ে আহমেদ সাদিকুর, এনামুল হক, রাহাতুল ফেরদৌস ও অলক কাপালি দুটি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে বরিশালের ১৬৭ রানের জবাবে রাজিন সালেহর ডাবল সেঞ্চুরিতে (২০১) ৯ উইকেটে ৪৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল সিলেট বিভাগ।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজিন সালেহ।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৫