ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

ক্রিকেট

শেষ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, মার্চ ১৩, ২০১৫
শেষ ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ আফগানিস্তান

ঢাকা: একটি টেস্ট প্লেয়িং দেশ অপরটি আইসিসির সহযোগি সদস্য দেশ। ইংল্যান্ড ও আফগানিস্তান দলের ব্যবধান এতটাই।

তবে পারফরম্যান্সে কী এতটাই তফাত-প্রশ্ন জাগতেই পারে। এক জায়গায় তো দুটি দলই সমান। ২০১৫ বিশ্বকাপের পুল ‘এ’র পয়েন্ট টেবিলে সমান দুই পয়েন্টে নিয়ে এক কাতারেই রয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান!
 
সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ায় শেষ হয়ে গেছে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন। পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে ইংলিশরা। আফগানিস্তানের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা শেষ হয়েছে আরো আগেই।
 
শুক্রবার (১৩ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে ইংল্যান্ড ও আফগানিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচটি।
 
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়নি আফগানিস্তানের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের ‍বিপক্ষে খেলেছিল আফগানরা।
 
শুক্রবারের ম্যাচে ইংল্যান্ড দলে দুটি পরিবর্তন আসছে। ক্রিস উকসের ‍জায়াগায় দলে ঢুকছেন রবি বোপারা। এছাড়া মঈন আলির জায়গায় খেলবেন জেমস ট্রেডওয়েল।
 
অপরিবর্তিত একাদশ রেখেই শেষ ম্যাচ খেলতে নামতে পারে আফগানিস্তান।
 
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ইয়ান বেল, রবি বোপারা, অ্যালেক্স হ্যাল, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার, জেমস ট্রেডওয়েল, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।
 
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নবী (অধিনায়ক), নওরোজ মঙ্গল, আসগারর স্তানিকজাই, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জারদান, হামিদ হাসান, শাপুর জারদান, দৌলাত জারদান, জাভেদ আহমাদি এবং উসমান গনি।
 
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।