ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

উইকেট শূন্য সাউদি!

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
উইকেট শূন্য সাউদি!

এবারের বিশ্বকাপের পেসারদের মধ্যে সেরা কে? এমন প্রশ্ন করা হলে প্রথমেই নিউজিল্যান্ডের টিম সাউদি নাম আসবে। তার বোলিং আক্রমণ যে কোনো দলের জন্য বিপজ্জনক!

কিন্তু বাংলাদেশের বিপক্ষে শুক্রবারের ম্যাচে উইকেটে শূণ্য থাকতে হয়েছে সাউদিকে।

উল্টো ১০ ওভার বল করে ৫.১ গড়ে রান দিয়েছেন ৫১।

সাউদির মতো এমন দাপুটে বোলার উইকেট না পাওয়াতে কিউইরা হতাশ হয়ে অতিরিক্ত বোলার হিসেবে ইল্লিয়টকে বল করাতে দেখো গেছে।

বিশ্বকাপে এ পর্যন্ত সাউদি ১৩ উইকেট পেয়েছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রান দিয়ে ক্যারিয়ার সেরা ৭ উইকেট রয়েছে।

কিউদের বিপক্ষে বাংলাদেশি টাইগাররা শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে আট উইকেটে ২৮৮ রান করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।