ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বৃষ্টির পর আফগানদের তৃতীয় উইকেটের পতন

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৫
বৃষ্টির পর আফগানদের তৃতীয় উইকেটের পতন সংগৃহীত

ঢাকা: দলীয় ২৫ রানে আফগানদের তৃতীয় উইকেটের পতন ঘটে। ক্রিস জর্ডানের বলে উইকেটের পিছনে জস বাটলারের হাতে ধরা পড়েন আফসার জাজাই।

বৃষ্টির পর আবারো খেলা মাঠে গড়ালে ১৩ ওভার শেষে আফগানদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৩২ রান।

চলতি বিশ্বকাপের ৩৮তম ম্যাচে বৃষ্টির হানায় আফগান আর ইংলিশদের খেলা বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে। বৃষ্টির আগে ৮.৫ ওভার খেলে দুই ওপেনারকে হারিয়ে আফগানরা তুলে ২৪ রান।

টস হেরে আফগানিস্তানের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে আসেন নওরোজ মঙ্গল এবং জাভেদ আহমাদি। তবে, দলীয় ১৭ রানে নওরোজ মঙ্গলকে ফেরান অ্যান্ডারসন। আর ২০ রানের মাথায় আরেক ওপেনার জাভেদ আহমাদিকে ফেরান স্টুয়ার্ট ব্রড।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চলতি বিশ্বকাপের পুল ‘এ’র ম্যাচে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দুই দল ইংল্যান্ড এবং আফগানিস্তান মুখোমুখি হয়েছে। টস জিতে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

২০১৫ বিশ্বকাপের পুল ‘এ’র পয়েন্ট টেবিলে সমান দুই পয়েন্ট নিয়ে এক কাতারেই রয়েছে ইংল্যান্ড-আফগানিস্তান। সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে হেরে যাওয়ায় শেষ হয়ে গেছে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন। পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে ইংলিশরা। আফগানিস্তানের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা শেষ হয়েছে আরো আগেই।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়নি আফগানিস্তানের। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংলিশদের বিপক্ষে খেলেছিল আফগানরা।

ইংল্যান্ড দল: ইয়ান বেল, রবি বোপারা, অ্যালেক্স হেলস, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জেমস টেইলর, জস বাটলার, জেমস ট্রেডওয়েল, ক্রিস জর্ডান, স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন।

আফগানিস্তান দল: মোহাম্মদ নবী (অধিনায়ক), নওরোজ মঙ্গল, সলিমুল্লা শেনওয়ারি, আফসার জাজাই (উইকেটরক্ষক), নাজিবুল্লাহ জাদরান, হামিদ হাসান, শাপুর জাদরান, দৌলাত জাদরান, জাভেদ আহমাদি, নাসির জামাল এবং শফিকুল্লাহ।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ১৩ মার্চ ২০১৫

** বৃষ্টিতে বন্ধ ইংলিশ-আফগান ম্যাচ
** ব্যাটিংয়ে আফগান ওপেনাররা
** টস জিতে বোলিংয়ে ইংলিশরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।