ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনে মাহমুদুল-আমিনুলের ব্যাটিং ঝলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
প্রথম দিনে মাহমুদুল-আমিনুলের ব্যাটিং ঝলক

ঢাকা: সিএবি অনূর্ধ্ব-১৭ দলের বিপক্ষে প্রথম দিন শেষে ছয় উইকেটে ২৭৩ রান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৭ দল। বিসিবি’র হয়ে মাহমুদুল হাসান ও আমিনুল ইসলামের ব্যাটিং নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো।



চারটি তিনদিনের ম্যাচের তিন ম্যাচ শেষে ১-০ তে এগিয়ে বিসিবি অ-১৭ দল। দু’দলের মধ্যকার প্রথম ও তৃতীয় ম্যাচটি ড্র হয়। তবে দ্বিতীয় ম্যাচে কলকাতার ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অ-১৭ দলকে ইনিংস ও ৬৫ রানের ব্যবধানে হারায় টাইগাররা।

মঙ্গলবার (২০ অক্টোবর) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে বিসিবি অ-১৭ দল। রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন ওপেনার সজিবুল ইসলাম। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১০১ রান তোলেন রাতুল খান (৩৫) ও মাহমুদুল ইসলাম (৮১)। মিডল অর্ডারে নামা শামীম পাটোয়ারির ব্যাট থেকে আসে ২৬ রান।

অধিনায়ক আমিনুলের ব্যাটিংয়ে ভর করে দিন শেষে ছয় উইকেটে ২৭৩ রানের স্কোর দাঁড় করায় স্বাগতিকরা। আমিনুল ২০৬ বল মোকাবেলায় ৯২ ও শাহাদাত হৃদয় ২৪ রানে অপরাজিত আছেন।

সিএবি অ-১৭ দলের হয়ে লেগ স্পিনার শায়ান্তন মান্না তিনটি উইকেট লাভ করেন। ওয়াসিম মুবাশ্বির, ত্রিব্রিত রয় ও কৌশিক মাইতি একটি করে উইকেট নেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।