ঢাকা: ২০১৬ সালে দুবাইতে অনুষ্ঠেয় পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন সাঙ্গাকারা। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজের নাম নথিভুক্ত করেছেন শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস।
আগামী বছরের ০৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি পিএসএল’র উদ্বোধনী আসরের পর্দা নামবে। দুই ভেন্যু দুবাই ও শারজায় থাকছে মোট ২৪টি ম্যাচ। লাহোর, করাচি, পেশোয়ার, কোয়েটা ও ইসলামাবাদ থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইভিত্তিক দল এতে অংশ নেবে।
অন্যদিকে, আরব আমিরাতেই ফেব্রুয়ারির শুরুতে বহুল প্রতীক্ষিত এমসিএল মাঠে গড়াবে। তিন ভেন্যু দুবাই, আবুধাবি ও শারজায় ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। একই সময়ে পিএসএল থাকায় উভয় টুর্নামেন্টে নাম লেখানো ক্রিকেটারদের সিডিউল বিপর্যয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যেই একশ’র অধিক খেলোয়াড়ের সঙ্গে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এদের মধ্যে ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, কেভিন পিটারসেন ও সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা ক্রিকেটার রয়েছেন। উল্লেখ্য, ডিসেম্বরে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, সাঙ্গাকারার দীর্ঘদিনের সতীর্থ মাহেলা জয়াবর্ধনেও এমসিএলের পাশাপাশি পিএসএলে খেলতে রাজি হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরএম