ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম দিনেই অলআউট সিলেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
প্রথম দিনেই অলআউট সিলেট

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের গত (পঞ্চম) রাউন্ডে প্রথম জয়ের দেখা পেয়েছিল সিলেট বিভাগ। তবে ষষ্ঠ ও শেষ রাউন্ডে শুরুটা ভালো করতে পারেনি দলটি।

মুশফিকবিহীন রাজশাহীর বিপক্ষে প্রথম দিনেই অলআউট হয়েছে সিলেট। মাত্র ১৭৬ রানেই গুটিয়ে গেছে অলক কাপালির নেতৃত্বে দলটি। জবাবে ৮.১ ওভার ব্যাটিং করে দিন শেষে দুই উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে রাজশাহী বিভাগ।
 
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামা সিলেটের ইনিংস আরও আগেই থেমে যেতে পারতো। ৯৫ রানে সাত উইকেট হারিয়ে দিশেহারা সিলেটকে টেনে তোলেন নাসুম আহমেদ। ৯ নম্বরে ব্যাটিংয়ে এসে ৫৯ রানের ইনিংস খেলেন এ বাঁহাতি। নাসুমের অর্ধশতক ছাড়া তেমন কেউই রানের দেখা পাননি এদিন।
 
রাজশাহীর বোলার মঈনুল ইসলাম ও সাঞ্জামুল ইসলাম তিনটি করে উইকেট নেন। এছাড়া ফরহাদ হোসেন নেন দুটি উইকেট।
 
রাজশাহী ও সিলেট পয়েন্ট টেবিলে কাছাকাছি অবস্থানে রয়েছে। পাঁচ ম্যাচে একটি করে জয় একটি করে হার ও সমান তিন ড্র’তে রাজশাহীর ৩৭ ও সিলেটের অর্জন ৩৫ পয়েন্ট।

এদিকে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি রংপুর-খুলনা ম্যাচ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির হানায় পরিত্যক্ত ঘোষণা করা হয় প্রথম দিনের খেলা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।