ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘টি-টোয়েন্টি আসলে ব্যাটসম্যানদের খেলা’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
‘টি-টোয়েন্টি আসলে ব্যাটসম্যানদের খেলা’ ছবি : সংগৃহীত

শের-ই-বাংলা স্টেডিয়াম থেকে: ১৭৬ রানের মজবুত সংগ্রহ দাঁড় করিয়েও সাত উইকেটে হারতে হয়েছে চিটাগং ভাইকিংসকে। বোলার মাশরাফি আর অলরাউন্ডার মারলন স্যামুয়েলসের অসাধারণ ব্যাটিংয়ে শেষ দিকে একপেশে বানিয়েই ম্যাচ জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

  এ নিয়ে ১৭০ এর বেশি স্কোর গড়ে দু’বার হারতে হলো চিটাগং ভাইকিংসকে।

এমন হারে আক্ষেপ থাকলেও সব শেষ হয়ে যায়নি বলে মনে করেন ভাইকিংস কোচ মারভান আতাপাত্তু।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আতাপাত্তু বলেন, হতাশা তো আছেই। আজ আমাদের ফিল্ডিং মান অনুযায়ী হয়নি। তিনটা ক্যাচ মিস হয়েছে। এ জন্য বাড়তি অনুশীলন করতে হবে। আসলে সব দিন সবাই ভালো করবে এমনটাও হয় না। টি-টোয়েন্টি আসলে ব্যাটসম্যানদের খেলা। আর ২০টা রান বেশি হলে হয়তো ম্যাচটা আমাদের পক্ষেও যেতে পারতো।

চিটাগংয়ের ব্যাটিং লাইনআপ সুদৃঢ়। সঙ্গে ভালো মানের বোলার নিয়েও ম্যাচ হারছে তারা। এজন্য অবশ্য আক্ষেপ নেই আতাপাত্তুর। তার যুক্তি, ‘কোনো দলের ব্যাটসম্যান ও বোলার দুটো বিভাগ কখনোই সেরা হবে না। এমন কম্বিনেশন পাওয়া কঠিন। তবে আমির ও আজমল অসাধারণ বোলার। ’

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ২৪ নভেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।