ঢাকা: বিপিএল শুরুর ঠিক একদিন আগে নেট ব্যাটিং অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন ঢাকা ডায়নামাইটসের জিম্বাবুইয়ান ক্রিকেটার ম্যালকম ওয়ালার। ২১ নভেম্বর মিরপুর একাডেমি মাঠে লাফিয়ে ওঠা বল ব্যাটের কানায় লেগে সরাসরি আঘাত হানে হেলমেটে।
হেলমেট গলিয়ে বল লাগে ওয়ালারের চোখের উপরের অংশে (ভ্র)। হাসপাতালে নেওযার পর ভ্র’র উপর ছয়টি সেলাই করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও ঢাকা ডায়নামাইটসের ফিজিও আমানতউল্লাহর পরামর্শে পাঁচ দিনের বিশ্রাম দেওয়া হয় তাকে। ফলে রংপুরের বিপক্ষে আজ ঢাকার দ্বিতীয় ম্যাচেও মাঠে নামা হচ্ছে না তার। তবে আগামী শুক্রবার (২৭ নভেম্বর) রাতে সিলেট সুপারস্টারসের বিপক্ষে ম্যাচে দেখা যেতে পারে ডানহাতি এ ব্যাটসম্যানকে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধারাবহিক ছিলেন ওয়ালার। দুটি ম্যাচেই জিম্বাবুয়ে দলের সর্বোচ্চ রান আসে তার ব্যাট থেকে। প্রথম ম্যাচে ৬৮ ও পরের ম্যাচে করেন ৪০ রান। সিরিজ শেষে বিপিএল খেলতে বাংলাদেশেই রয়ে যান এই ক্রিকেটার।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২৫ নভেম্বর, ২০১৫
এসকে/এমএমএস