ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)
ঢাকা: ম্যাচে হ্যাটট্টিক করে নায়ক বনে গেলেন বরিশাল বুলসের পেসার আল আমিন হোসেন। তবে খেলা শেষে জরিমানার খরায় পড়তে হলো তাকে।
অন্যদিকে সিলেট সুপারস্টারসের পেসার মোহাম্মদ শহীদকেও জরিমানা গুনদে হবে। মাঠে অখেলোয়াড় সুলভ আচরণের কারণে দু’জনকেই জরিমানার দন্ড দন্ডিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি। আল আমিনকে ৪০ হাজার টাকা ও মোহাম্মদ শহীদ গুনতে হবে ৩০ হাজার টাকা ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেট সুপারস্টারস ও বরিশাল বুলসের ম্যাচে বরিশাল ইনিংসের শেষ সময়ে শেষ উইকেট হিসেবে আউট হওয়ার পরই শহীদের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় আল আমিনের । এক পর্যায়ে আম্পায়ার এসে দুজনকেই থামান।
বিসিবি’র সুত্র মতে, লেভেল টু পর্যায়ের অপরাধে এই দুজনকে শাস্তি দেয়া হয়েছে।
বাংলাদেশ সময়:১৮১৫ ঘন্টা, ২৫ নভেম্বর ২০১৫
এইচএল/এমএমএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।