ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে মাত্র ৯৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চিটাগাং ভাইকিংস। ঢাকার হয়ে বল হাতে নেওয়া ছয়জন বোলারই উইকেট লাভ করেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন চিটাগাং অধিনায়ক তামিম ইকবাল। খেলা শুরু হয় সন্ধ্যা পৌনে ৭টায়।
ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারের মাথায় সাজঘরে ফেরেন আগের তিন ম্যাচের দু’টিতে অর্ধশতক হাঁকানো তামিম (১)। আবুল হাসানের বলে তিনি কুমার সাঙ্গাকারার গ্লাভসবন্দি হন। শুধু তামিমই নন, উইকেটে বেশিরভাগ ব্যাটসম্যানই থিতু হতে পারেননি। সবাই ছিলেন আসা-যাওয়ার মাঝে।
সর্বোচ্চ ২৯ রান আসে নাঈম ইসলামের ব্যাট থেকে। ওপেনার তিলেকারাত্নে দিলশান ব্যক্তিগত ২০ রানে স্পিনার মোশাররফ হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন। শেষ পর্যন্ত ১.২ ওভার বাকি থাকতে ৯২ রানে গুটিয়ে যায় চিটাগাং।
ঢাকার হয়ে তিনটি করে উইকেট লাভ করেন মুস্তাফিজুর রহমান ও নাসির হোসেন। একটি করে উইকেট পান ফরহাদ রেজা, আবুল হাসান, মোশাররফ হোসেন ও ইয়াসির শাহ।
পয়েন্ট টেবিলে তিন ম্যাচ শেষে এক জয় ও দুই হারে দুই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে চিটাগাং ভাইকিংস। পাঁচ নম্বরে এক ম্যাচ কম খেলা ঢাকা ডায়নামাইটস। এক জয় ও এক পরাজয়ে তাদের সংগ্রহ দুই পয়েন্ট।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএম