ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডে হেলমেট বাধ্যতামূলক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ইংল্যান্ডে হেলমেট বাধ্যতামূলক ছবি: সংগৃহীত

ঢাকা: ইঙ্গিতটা ক’দিন আগেই দিয়েছিল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এবার তা বাস্তবে রুপ নিল।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটের পরবর্তী মৌসুম থেকে সকল পেশাদার ক্রিকেটারদের হেলমেট পরা বাধ্যতামূলক করা হয়েছে। ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

ক্রিকেটে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। শুধু ব্যাটসম্যানই নয়, উইকেটে কাছাকাছি দাঁড়ানো ফিল্ডারদেরও অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। তাই বিশেষ করে স্পিনারদের বোলিংয়ের সময় ব্যাটসম্যানদের ক্যাপ পরার সুযোগটি আর থাকল না।

এমনকি, বিশেষ কারণ ব্যতীত ম্যাচ চলাকালীন এক মুহূর্তের জন্যও হেলমেট খোলা যাবে না। প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি অনুশীলনের সময়ও এ নিয়মটি বলবৎ থাকবে। বোঝাই যাচ্ছে, ক্রিকেটারদের ওপর থেকে ঝুঁকি দূর করতে ইংলিশ ক্রিকেট কর্তারা কতটা সোচ্চার।

কেউ যদি হেলমেট ব্যবহার না করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও নিশ্চিত করে ইসিবি। এক্ষেত্রে উক্ত খেলোয়াড়কে আর ম্যাচ খেলার অনুমতি দেওয়া হবে না।

প্রসঙ্গত, হিউজ ট্র্যাজেডির আজ (২৭ নভেম্বর) এক বছর পূর্ণ হলো। গত বছরের নভেম্বরে মাথায় বলের আঘাতে গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত পরলোক গমন করেন অস্ট্রেলিয়ার ফিল হিউজ। এছাড়াও চোখে মারাত্মক চোট পাওয়ায় সাবেক ইংলিশ উইকেটরক্ষক ক্রেইগ কিসওয়েটার তো ক্রিকেট ক্যারিয়ারের-ই ইতি টানতে বাধ্য হন। ’

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।