ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতীয় ক্রিকেট বোর্ড ‘মাস্তান’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
ভারতীয় ক্রিকেট বোর্ড ‘মাস্তান’ ছবি: সংগৃহীত

ঢাকা: বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে (বিসিসিআই) ধুয়ে দিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তিনি জানান, ভারতীয় বোর্ডে প্রচুর রাজনৈতিক ব্যক্তি রয়েছেন।

যার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে সংস্থাটি। এক ‍অনুষ্ঠানে অংশ নিয়ে সাবেক তারকা এ ক্রিকেটার আরও বলেন, ভারতীয় বোর্ডে পেশাদারিত্বের অভাবও রয়েছে।

অনুষ্ঠানে চ্যাপেলের সঙ্গে ভারতীয় সাবেক অধিনায়ক বিশেন সিং বেদি, সাবেক ওপেনার গৌতম গম্ভির ও বিচারক (অব) মুকুল মুদাগাল উপস্থিত ছিলেন। তাদের সবার মতে বিসিসিআইয়ের আরও জবাবদিহিতা বাড়াতে হবে। সেই সঙ্গে সংস্থাটিকে স্বচ্ছ ও সততার প্রমাণ দিতে হবে।

সাক্ষাতকারে চ্যাপেলকে ভারতীয় বোর্ড সম্পর্কে এক শব্দে ব্যাখ্যা করতে বললে তিনি বলেন, ‘মাস্তান’।

চ্যাপেল ভারতীয় ক্রিকেট বোর্ডকে একরোখা বলে জানান। তিনি বলেন, পুরো বিশ্বাব্যাপি সবাই ক্রিকেটে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) চালু রেখেছে। তবে শুধু ভারতই বেঁকে বসেছে। তারা দ্বিপাক্ষিক সিরিজে ডিআরএস বন্ধ রাখে।   

চ্যাপেল বলেন, ‘ভারতীয় বোর্ডের এখন প্রচুর ক্ষমতা। তবে ক্ষমতার সঙ্গে দায়িত্ববোধও থাকা উচিৎ। আমি নিজেও ডিআরএস পদ্ধতির বিপক্ষে। তবে আমাকে দেখতে হবে সবাই কি করছে?’

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।