ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোদি-ইমরানের বৈঠক, তবুও ধোঁয়াশা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
মোদি-ইমরানের বৈঠক, তবুও ধোঁয়াশা ছবি : সংগৃহীত

ঢাকা: ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে এখনও শঙ্কা কাটেনি। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান, দেশটির কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে দুই দেশের ক্রিকেটের সম্পর্ক নিয়ে কথা বলেছেন।

কিন্তু, এরপরও দুই দেশের সরকার থেকে সিরিজটি আয়োজনের কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি।

দিল্লিতে মোদি-ইমরান সাক্ষাতের সময় পাকিস্তানের বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন, ‘পাক-ভারত সিরিজটি হওয়া উচিত। দুই দেশের ক্রিকেটকে বন্ধ রেখে সন্ত্রাসবাদের বিপক্ষে লড়াই কোনো সঠিক উত্তর হতে পারেনা। কিছু অসুস্থ ব্যক্তির বিকৃত কাজের জন্য এ সিরিজটি বয়কট হতে পারে না। ’

তিনি আরও বলেন, ‘আমি একসময় দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করার বিষেয়ে সমর্থন জানিয়েছিলাম। কারণ, সেখানে বর্ণবৈষম্যের ব্যাপকতা ছিল। সেখানে নাগরিকদের মৌলিক অধিকার হরণ করার মতো কর্মকাণ্ড হতো। কিন্তু, আমি সবসময় চেয়েছি ক্রিকেট যেন কখনোও বন্ধ না থাকে। দুদেশের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক বাড়াতে খেলাধুলা অবশ্যই প্রয়োজন। যেমন, পাকিস্তানে শচীন টেন্ডুলকারকে যেভাবে সেখানের মানুষ ভালোবাসে, ঠিক সেভাবেই ভারতের নাগরিকরা ওয়াসিম আকরামকে ভালোবাসে। ’

তবে, ভারতীয় প্রধানমন্ত্রী ইমরান খানকে কি জানিয়েছিলেন সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ‘আমি তাকে বলেছি, দুই দেশের মধ্যে ক্রিকেটকে চালিয়ে নিতে। আমার কথা শুনে মোদিজি শুধু হেসেছেন। আমি বুঝতে পারছি না তার হাসিতে তিনি ‘হ্যাঁ’ নাকি ‘না’ বুঝিয়েছেন। তবে, আমি ইতিবাচক মানুষ, তাই সিরিজটি নিয়েও ইতিবাচক কিছুই ভাবছি। ’

আপাতত সিরিজটি নিয়ে ভারতের সরকারী দফতর থেকে কোনো রকম সংকেত দেওয়া হয়নি। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে সম্ভব না হলে, ব্যস্তু সূচির কারণে আপাতত ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ১২ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।