ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পিএসএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
পিএসএলে খেলা হচ্ছে না মুস্তাফিজের ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্ডারসের হয়ে খেলার অপেক্ষায় মুস্তাফিজুর রহমান। তবে সামনের ব্যস্ত ক্রিকেট সূচির কথা মাথায় রেখে মুস্তাফিজকে পিএসএলে অংশ নেওয়া থেকে বিরত রাখতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইএসপিএন ক্রিকইনফোর বরাত দিয়ে এমনটিই জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৪ ফেব্রুয়ারি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ টুর্নামেন্ট পিএসএলের পর্দা উঠবে। ২৩ ফেব্রুয়ারির ফাইনালের মধ্য দিয়ে উদ্বোধনী আসরের সমাপ্তি ঘটবে।

পিএসএলে মুস্তাফিজের খেলার ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। বোর্ড চিকিৎসকের পরামর্শের উপরই সবকিছু নির্ভর করছে। মূলত, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (১৫, ১৮, ২০, ২২ জানুয়ারি), এশিয়া কাপ টি-টোয়েন্টি (২৪ ফেব্রুয়ারি শুরু) ও মার্চে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের ব্যস্ত সূচির কারণে ২০ বছর বয়সী মুস্তাফিজের ওপর থেকে চাপ কমাতে চায় বিসিবি।

এক সাক্ষাৎকারে বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘মুস্তাফিজকে পিএসএলে খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) দেওয়ার ক্ষেত্রে বিসিবির চিকিৎসকের পরামর্শই প্রধান ভূমিকা রাখবে। আমরা সেটিই পর্যবেক্ষণ করছি। তরুণদের মধ্যে সে (মুস্তাফিজ) আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাই তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছি না। ’

নিজামউদ্দিন চৌধুরী উল্লেখ করেন, ‘আমাদের অবশ্যই মুস্তাফিজের বয়স বিবেচনায় আনতে হবে। পিএসএলের পর আরো টি-টোয়েন্টি ইভেন্ট রয়েছে। সে এতো চাপ নিতে পারবে কিনা সেটিও তো দেখার বিষয়। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।