ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটের সুপার ফ্রাইডে!

স্পোটর্স ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ক্রিকেটের সুপার ফ্রাইডে! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: টেস্ট খেলুড়ে দশটি দেশের মধ্যে আটটি দলই শুক্রবার মাঠে রয়েছে! ক্রিকেটের তিনটি ভিন্ন ফরম্যাটে চারটি ভ্যেনুতে খেলছে ৮টি দেশ।  

আইসিসির সিডিউলে একই দিনে ৮টি টেস্ট খেলুড়ে দেশ মাঠে থাকার ইতিহাস নিকট অতীতে পাওয়া যায়নি।

ক্রিকেটের তিনটি ফরম্যাটেই পৃথক পৃথক ভাবে খেলা চলছে। এজন্য আজ ক্রিকেট ভক্তদের চোখ প্রিয় দলের খেলোয়াড়দের ওপর।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টি-টোয়েন্টি ফরম্যাটে স্বাগতিক বাংলাদেশের বিরুদ্ধে খেলছে জিম্বাবুয়ে।

ব্রিসবেনে ভারত খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, জোহানেসবার্গে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা এবং অকল্যান্ডে পাকিস্তান-নিউজিল্যান্ড।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে এরই মধ্যে ১-০তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। পার্থে অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে।

জোহানেসবার্গে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের তৃতীয়টি চলছে। প্রথম টেস্টে ইল্যাংন্ড ২৪১ রানের বিশাল জয় পায়। দ্বিতীয় টেস্ট ড্র হয়।

অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টতে ১৬ রানের জয় পেয়েছে পাকিস্তান। এ ম্যাচের মধ্যদিয়ে পাকিস্তান ক্রিকেট মোহম্মদ আমিরের আবারো ফেরা হলো। সেই সঙ্গে দীর্ঘদিনপর ওমর গুলেরও ফেরা।

আর এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যেকার প্রথম টি-২০ ম্যাচ খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চলছিল।

বাংলাদেশের পক্ষে এ ম্যাচে দু’জনের অভিষেক হলো। এর মধ্যে শুভাগত হোম টেস্ট ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আগেই নাম লিখিয়েছেন। আর টি-টোয়েন্টির মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো নুরুল হাসানের।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।